৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, রাত ২:৩০

সিরাজউদ্দৌলাহ সড়কে ভাঙ্গা স্লাব

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের সিরাজউদ্দৌলাহ সড়কে প্রায় মাসখানেক ধরে ভেঙ্গে আছে ড্রেনের একটি স্লাব, ফলে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এ সড়কের মাঝে সৃষ্টি হয়েছে বড় গর্তের। সৃষ্ট এ গর্তের কারণে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাহে হচ্ছে এলাকাবাসীকে, এছাড়া যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছে স্থানীয়রা। তবে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর বলছে, স্লাবগুলোর নির্মাণ কাজ চলমান। আগামী সপ্তাহের মধ্যেই নতুন স্লাব বসানো হবে।

নগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে একটি হচ্ছে এ সিরাজউদ্দৌলাহ সড়ক। অন্যতম ব্যস্ততম এ সড়ক দিয়েই চলাচল করে ঢাকা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী বন্ধন, উৎসব, বিআরটিসি সহ সকল বড় বড় পরিবহনগুলো। শুধু বড় পরিবহনই নয়, এ সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার এমনকি লক্ষাধিক ছোট-বড় যানবাহনও চলাচল করে।

আরও জানা যায়, এমনিতেই এ সড়কটিতে সবসময় যানজট লেগেই থাকে। মেট্রো হলের মোড় থেকে ১ নং রেল গেট পর্যন্ত ৫ মিনিটের রাস্তা হলেও যানজটের কারণে প্রায়ই আধা ঘন্টারও বেশী সময় লাগে। তার উপর এ সড়কে ড্রেনের স্লাব ভেঙ্গে পড়ে থাকার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে, দীর্ঘ হচ্ছে যানজটের সারি। এমনকি পথচারীরা পায়ে হেটে চলাচল করতে গিয়েও নানা সমস্যার সম্মুখীন হচ্ছে এ সড়কটিতে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ এ সড়কটির প্রেসিডেন্ট রোডের গলির সামনে বেশ কিছুদিন যাবৎ ড্রেনের একটি স্লাব ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ স্থান দিয়ে প্রতি ঘণ্টায় শত শত রিকশা, অটোরিকশা, ইজিবাইক, পিকআপ ও প্রাইভেটকার সহ অসংখ্য যানবাহন যাতায়াত করে। কিন্তু স্লাব না থাকায় সৃষ্ট গর্তের কারণে এখানে এসে যানবাহনের গতি কমিয়ে দিতে হয়, ফলে এ অংশটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

স্লাব না থাকার বিষয়ে স্থানীয় বাসিন্দা ও গর্তের সামনে সড়কের পাশের দোকানদাররা জানিয়েছেন, মাস দুয়েকের বেশী সময় আগে ড্রেনের স্লাবটি ভেঙে যায়। স্লাবটি না থাকায় সৃষ্ট গর্তে প্রায়ই রিকশাসহ ছোট বড় অন্যান্য যানবাহনের চাকা এবং পথচারীরা পড়ে গিয়ে নানা দুর্ঘটনা শিকার হচ্ছেন। রাতের বেলায় আলো কম থাকায় গর্তের মধ্যে বিভিন্ন যানবাহনের চাকা পড়ে গিয়ে বেশ কিছু দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলেও জানায় তারা।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, শুধু এ সড়কটিই নয়, আরো কয়েকটি সড়কে ড্রেনের স্লাব ভেঙ্গে পড়ে আছে। আমরা ওগুলোর তালিকা করে নতুন স্লাবেন নির্মাণ করছি, যা চলমান। আগামী সপ্তাহের মধ্যেই সবগুলো ভাঙ্গা জায়গায় নতুন স্লাব স্থাপন করা হবে।

বাছাইকৃত সংবাদ

No posts found.