৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, রাত ২:৩০

স্বার্থবিরোধী ধারা বাতিলের দাবিতে শ্রমিকফ্রন্টের মানববন্ধন

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম নারায়ণগঞ্জঃ

শ্রমিকফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক জনাদর্ন দত্ত নান্টু সহ পাটকল আন্দোলনে গ্রেফতার সকল নেতাদের অবিলম্বে মুক্তি স্বার্থবিরোধী ধারাসমূহ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।

বুধবার ২১শে অক্টোবর সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে তরিকুল রাসেলের সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

মানববন্ধনে শ্রমিক স্বার্থবিরোধী  ১২, ১৩(১) , ১৬, ২০ ,২৩ , ২৭ ধারাসমূহ বাতিল স্কপের সুপারিশ অনুযায়ী বিধিমালা প্রনয়ণ ও শ্রমিক ছাটাই , নির্যাতন এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

উপস্থিত বক্তা শ্রমিক নেতা খোরশেদ আলম বলেন, আমাদের মালিক পক্ষের লোকেরা আইনের ধারার ব্যাবহার করছে শ্রমিক শোষন এর জন্য । কিছু হলেই তারা নানান ধারা দেখিয়ে শ্রমিক ছাটাই করে দিচ্ছে । শ্রমিকরা এসকল বিষয় নিয়ে প্রতিবাদ করলে আবার ধারা দেখিয়ে নির্যাতন করছে । কয়েকটি ধারা দেখিয়ে পাটকল বন্ধ করে দেওয়ার কারণে প্রায় ৫০ লক্ষ মানুষ প্রত্যক্ষ ভাবে কর্মহীন হয়ে পড়েছে । তাই আমরা এই সকল ধারাসমূহ বাতিলের দাবি জানাই । পাটকল আন্দোলনে গ্রেফতার জনাদর্ন দত্ত নান্টু সহ সকলের নিঃশর্ত মুক্তির দাবি জানাই আমরা । 

বাছাইকৃত সংবাদ

No posts found.