
নগর প্রতিবেদকঃ
নোয়াখালী, সিলেটসহ সারা দেশে ঘটে যাওয়া একের পর এক ধর্ষন ও গনধর্ষনের প্রতিবাদে মানববন্ধন করেছে এন্টি রেপ স্কোয়াড ।
মঙ্গলবার ৬ অক্টোবর সকাল ১০ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয় ।
নারায়ণগঞ্জ জেলা সংগঠক সাব্বির আহমেদ বলেন , বিচারহীনতার সাংস্কৃতির কারণে ৯ মাসে ধর্ষনের সংখ্যা দাঁড়িয়েছে ১০৮৩ । ৩২ দিন আগে নোয়াখালীতে ঘটে যাওয়া ঘটনার আসামীদের গ্রেপ্তার করা হয় ঐ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ার পর । এতো দিন তাহলে প্রশাসন কি করেছিলো তার জবাব চাই আমরা ।

তিনি বলেন, দেশের কোন স্থানই আজ নারীদের জন্য নিরাপদ নয় । সরকারের কাছ থেকেই বা কিভাবে সাহায্যের আশা করবো আমরা যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ একমাত্র দেশ না যেখানে এত ধর্ষন হয়” বলে ধর্ষকদের উৎসাহ দেয় । ধর্ষকদের প্রকাশ্যে ফাসির দাবি জানাই আমরা ।
তিনি আরও বলেন, আগামীকাল আমরা সর্বস্তরের মানুষ মিলে ধর্ষনের প্রতিবাদে অবরোধ করবো বলে জানান সাব্বির আহমেদ ।
বক্তব্য শেষে তারা নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মীনারে অবস্থান নিয়ে ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকে ।
No posts found.