৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ১০:২০

ধর্ষন রূখতে ও ইসলামি শাসন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

প্রাইমনারায়ণগঞ্জ.কম

নগর প্রতিবেদকঃ

সারাদেশে একের পর এক ধর্ষন ও গনধর্ষনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট , যুব সেনা ও ছাত্রসেনা নারায়ণগঞ্জ শাখা।

রোববার ৪ঠা অক্টোবর সকাল ১০ টায় নারায়নগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয় ।

মানববন্ধনে মুফতি ওয়ালিউল্লাহ বলেন , গত নয় মাসে দেশে ৯৭৫ টি ধর্ষন মামলা হয় যার মধ্যে ২৭০ টি ছিলো গনধর্ষন ছিলো । এক সাক্ষাতকারে যখন এটা নেতাকে বলা হয় উনি উত্তর দেন বাংলাদেশ একমাত্র দেশ না যেখানে এত ধর্ষন হয় । এসকল কথার আমরা তীব্র নিন্দা জানাই । এসকল কথা অপরাধীদের অপরাধ করার উৎসাহ বাড়িয়ে দিবে ।

উপস্থিত বক্তা জহিরুল ইসলাম তাহেরী বলেন , কুলাংগার নেতার নেক্কারজনক কথার কারনে বাংলার কুলাংগার সন্তানরা অপরাধ চালিয়ে যাওয়ার উৎসাহ পায় । ধর্মীয় শাসন প্রতিষ্ঠা করে যদি ধর্ষকদের প্রকাশ্যে ফাসি দেয়া হতো তাহলে ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে ধর্ষন প্রতিহত করা সম্ভব হতো ।

মাওলানা আশিকি বলেন , এই দেশে সন্তানের সামনে মা নিরাপদ না,বাবার সামনে মেয়ে নিরাপদ না , স্বামীর সামনে স্ত্রী নিরাপদ না এই দেশকে আমরা কিভাবে স্বাধীন বলবো এই উত্তরটা প্রধানমন্ত্রী থেকে আমরা জানতে চাই । ইসলামী শাসন কায়েম করে আশা করি আপনি এদের কঠোরতম শাস্তি নিশ্চিত করবেন।

এসময় উপস্থিত ছিলেন মুফতি অয়ালিউল্লাহ , মিজানুর রহমান , হাবিবুর রহমান জিহাদী , মাওঃ মারুফ , আতিকুর রহমান প্রমুখ ।

বাছাইকৃত সংবাদ

No posts found.