
নগর প্রতিবেদকঃ
পার্সেল ডেলিভারী সার্ভিসকে ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল ভাবে মানুষের দোড়গোরায় পৌছে দিতে উদ্বোধন করা হয়েছে ওয়াও কুরিয়ার সার্ভিস এর।
বৃহস্পতিবার ১লা অক্টোবর বিকেলে নগরীর চাঁদের পাহাড় চাইনিজ রেস্টুরেন্টে এ কুরিয়ার সার্ভিসের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক শাহরিয়ার রেজা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক কামিজা ইয়াসমিন, এস এম আরিফ মিহির, সাবিনা নীলা, প্রদীপ দাস, ওয়াও কুরিয়ারের চেয়ারম্যান শুভ্রা আক্তার, এক্সিকিউটিভ ডিরেক্টর গাউসুল আমিন মাসুদ, জেলা প্রিন্সিপাল অফিসার মনিরুল হক মনির এমডি ফৌজি মোবারক, সেলস ডিস্ট্রিবিউশন মো. জসিম প্রমুখ।
প্রতিষ্ঠানটির কর্ণধাররা বলছে, আমাদের এ কুরিয়ার সার্ভিসটি একটু ভিন্ন আঙ্গিকে সাজানো। অন্য কুরিয়ারের মতো শুধু এক জেলা থেকে অন্য জেলায় পার্সেল আনা নেয়া ই নয়, আমাদের এখানে গ্রাহকরা পণ্য ক্রয় ও বিক্রয় করতে পারবে। আমরা সকলের সহযোগীতা কামনা করছি
No posts found.