
প্রাইম প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানিয়েছেন, আগামী ৪ অক্টোবর থেকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। যেখানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ব্যতিত জেলার ৫টি উপজেলায় ৬-১১ মাসের ৩৭ হাজার ৩শ’ ৯৩ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল। এবং ১২-৫৯ মাস বয়সের ২ লাখ ৯০ হাজার ৫ শ’ ৮০ জন শিশুকে ২টি নীল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মোলনে এ তথ্য জানান তিনি। এ ক্যাম্পেইনে ৩লাখ ২৭ হাজার ৯শ’ ৭৩ শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন আরও জানান, অনেকে গুজব ছড়াতে পারে ক্যাপসুলটি না খাওয়ানোর জন্য। কিন্তু ভিটামিন ‘এ’ ক্যাপসুল সম্পূর্ণ নিরাপদ। এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। গুজব শুনে সন্তানকে ঝুকিতে ফেলবেন না।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স এন্ড ইমুনাইজেশন মেডিকেল অফিসার ডা. ফারহানা আক্তার, জেলা সিভিল সার্জন শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন মিয়া প্রমুখ।
No posts found.