
নগর প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর চাচী, সাবেক পৌর মেয়র আলী আহাম্মদ চুনকার ছোট ভাই প্রয়াত জামির আহমেদ জমু’র সহধর্মিনী সালেহা বেগম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওইয়া ইন্না ইলাহী রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬০।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টায় ঢাকাস্থ বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পরিবার সুত্রে জানা গেছে, আজ রোববার সকাল ১০টায় শহরের পশ্চিম দেওভোগ বাইতুল নূর জামে মসজিদে মরহুমার নামাজের জানাজা শেষে মাসদাইর কবরস্থানে দাফন করা হবে।
সালেহা বেগমের মৃত্যুতে তার দুই ছেলে গোলাম মোস্তফা চঞ্চল ও গোলাম সারোয়ার শুভ তার মায়ের রুহের মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।
No posts found.