
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সদর ও সোনারগাঁ উপজেলার প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলার ৪৮ ও সোনারগাঁ উপজেলার ৫৮ জন প্রতিবন্ধীদের মধ্যে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।
প্রায় দশ লক্ষ টাকা ব্যয়ে ক্রয়কৃত এসব হুইল চেয়ার বিনামুল্যে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বর্ষিয়ান রাজনীতিবীদ, মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুকে স্মরণ করে এবং জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নারায়ণগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে বছরব্যাপী ব্যাপক অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এ অনুষ্ঠান। জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের দু:স্থ ও অসহায় মানুষদের সেবা ও কল্যাণে আত্মনিয়োগ করার নির্দেশনা দিয়েছেন। এ কারণে যারা পঙ্গু, যারা চলতে পারে না, তাদেরকে চলাচলের বাহন হিসাবে আমরা বিনামূল্যে এ হুইল চেয়ার বিতরণ করেছি। শেখ হাসিনার নির্দেশ মেনে এ কর্মসূচী আমরা বাস্তবায়ন করছি।
এছাড়া, সবাইকে আগামী দিনে শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জনগনের জন্য কাজ করার আহবান জানান তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনাও করেন তিনি।
হুইল চেয়ার বিতরণকালে আরো উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, সদর উপজেলা সমাজ সেবা অফিসার, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, ফারুক হোসেন, এড. নুরজাহান, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী ওয়ালী উল্লাহ, উপ-সহকারী প্রকৌশলী কাঞ্চন কুমার পালিক, নমিতা মল্লিক, বাংলাদেশ টেলিভিশনের সংবাদদাতা মাহফুজুর রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য সামসুজ্জামান ভাষানীসহ জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা পরিষদের অর্থায়নে ৪০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সাদিপুর ইউনিয়নের নানাখি ঈদগাহ থেকে গুরুনগর জামে মসজিদ পর্যন্ত ৩৫৫ মিটার রাস্তার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন।
No posts found.