
নৌ-যান শ্রমিক, কর্মচারী ও নাবিকদের খোরাকী ভাতা, ওয়াটার ট্রান্সপোর্ট সেল সিলিয়াল অনুযায়ী চট্টগ্রাম সমুদ্রগামী লাইটারেজ জাহাজ চলাচল, কর্মস্থলে দূর্ঘটনায় নৌ-শ্রমিকদের মৃত্যুকালীণ ক্ষতিপূরণ ও শ্রমিকদের উপর সকল প্রকারের জুলুম নির্যাতন বন্ধসহ মোট ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন ও বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক (মাস্টার) সবুজ সিকদার, সহ-সভাপতি হাবিবুর রহমান মাস্টার, সাংগঠনিক সম্পাদক মনির মাস্টার, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আলমগীর কবির বকুল, জেলা কমিটির প্রচার সম্পাদক চুন্নু মাস্টার, মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের জুয়েল প্রধান, সহ-সভাপতি মিশাল প্রমুখ।
No posts found.