৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, রাত ৮:৫২

বন্দর ইউএনও করোনায় আক্রান্ত

প্রাইমনারায়ণগঞ্জ.কম

বন্দর প্রতিনিধি:

বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ১৯ জুলাই রোববার রাতে ওয়াহিদা জাফর সরকার শুক্লা ফেইজবুক আইডিতে স্ট্যটাটাসের মাধ্যমে করোনা পজেটিভের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

করোনা আক্রান্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার গনমাধ্যম কর্মীদের জানান, আলহামদুলিল্লা ভালো আছি। হালকা কাশি অনুভব করার পর গত বৃহস্পতিবার বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে নমুনা পরিক্ষা করি। রোববার রির্পোট পজেটিভ আসে।। এর আগের ৩বার নমুনা পরিক্ষা করেছি। তখন নেগেটিভ এসেছিল। এবার হালকা কাশি অনুভব করার দরুন নমুনা টেষ্ট করার পর ফলাফল পজিটিভ আসল। বর্তমানে আমি ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে আছি। আমি সবার কাছে দোয়া কামনা করছি।

বাছাইকৃত সংবাদ

No posts found.