৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, রাত ৯:২৫

বন্দরে অগ্নিকান্ডে ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

প্রাইমনারায়ণগঞ্জ.কম

বন্দর প্রতিনিধি

বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান ও দোকানে থাকা আসবাবপত্র পুড়ে গিয়ে প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার মধ্য রাতে আগুনের সূত্রপাত হয় এবং মুহুর্তের মধ্যে ৫টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার সকালে দোকানসমূহের মালিক, প্রত্যক্ষদর্শী ও নাসিক ২৭নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুলের সাথে কথা বলে জানা যায়, ‘মদনপুর থেকে মদনগঞ্জ সড়কের পাশে নাসিক ২৭নং ওয়ার্ডের কুড়িপাড়া বাগে জান্নাত জামে মসজিদ সংলগ্ন ওমর হোসেনের রেলওয়ে থেকে লিজ নেওয়া জায়গায় গড়ে তোলা মার্কেটে আগুন লাগে।

পরে স্থানীয়রা ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দিলে বন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হয় তারা। ততক্ষণে দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানা যায় এবং মামুনের মালিকানাধীন দোকানের প্রায় ২৫ লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে গেছে বলে জানানো হয়।
আগুনের সূত্রপাত কিভাবে হতে পারে এ বিষয়ে নিশ্চিতভাবে কেউ কোন তথ্য না দিতে পারেনি।

এ বিষয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী করা হবে বলে জানান ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা।

বাছাইকৃত সংবাদ

No posts found.