৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, দুপুর ১২:২৭

জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড আসমা সুলতানা নাসরীন

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম নারায়ণগঞ্জঃ

২০২০ সালে সামগ্রিক কর্মদক্ষতা বিবেচনায় নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারি কমিশনার (ভূমি) নির্বাচিত হয়েছেন বন্দর উপজেলা এসিল্যান্ড আসমা সুলতানা নাসরীন।

বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক অনুষ্ঠানে তার হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা ও স্বীকৃতির স্মারক তুলে দেওয়া হয়।

ঢাকা বিভাগীর কমিশনার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন, অতিরিক্ত সচিব মোজাম্মেল হোসেন।

ভূমি অফিসকে দালালমুক্ত ও সরকারি খাস জমি দখলমুক্তের পাশাপাশি বন্দরের ভূমি অফিসের সেবার মান বৃদ্ধি পেয়েছে তার হাত ধরে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণ ও করোনা সংক্রমণ রোধে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের পাশাপাশি তার ভূমিকা ছিল প্রশংসনীয়।

সহকারি কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরীন এই বছরের মার্চ থেকে বন্দর উপজেলায় সফলতা এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।

বাছাইকৃত সংবাদ

No posts found.