৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, সন্ধ্যা ৬:২৮

ধামগড়ের সড়ককে ইউরোপের মত করতে চাই : মাসুম

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম নারায়ণগঞ্জ:

বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহম্মেদ বলেন, আমি আশায় বিশ্বাসি। একই সাথে স্বপ্ন দেখতে ভালোবাসি। আমি স্বপ্নকে বাস্তবায়ন করতে ভালোবাসি। আমার স্বপ্ন বন্দরের হাইওয়ে সড়ককে ইউরোপের মত করা।

আশা করি আমার এ স্বপ্ন একদিন বাস্তবায়ন হবে। ধামগড় ইউনিয়নের কোন এলাকায় যেন অপরাধীরা কুকর্ম করতে না পারে তার জন্য আমি সকলের সহযোগিতা চাই। একই সাথে এলাকাবাসিকে নিয়ে এসকল অপরাধীদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে চাই।

শনিবার সকালে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের আয়োজিত পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাসুম চেয়ারম্যান বন্দর ওসিকে উদ্দেশ্য করে বলেন, আমাদের ধামগর নামে একটা পুলিশ ফাড়ি আছে। কিন্তু ওইটা মদনগঞ্জে অবস্থিত। আমরা ওই পুলিশ ফাড়ি ধামগড়ে দেওয়ার দাবী জানাই। যাতে করে আমাদের এলাকার মানুষ অন্তত ওই খানে গিয়ে তাদের দুঃখ কষ্ট বলতে পারে। তিনি বলেন, পরিস্কার পরিচ্ছন্তা ইমানের অঙ্গ। আমাদের চার পাশের পরিবেশকে আমাদের রক্ষা করতে হবে। তাই আমি সকলে সহযোগিতা চাই।

বাছাইকৃত সংবাদ

No posts found.