
নিজস্ব প্রতিবেদকঃ
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদল ৮০০ দুস্থ হিন্দু পরিবারের খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
শুক্রবার ২৩ অক্টোবর দুপুরে বন্দর থানার বিভিন্ন পূজা মন্ডপে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
এ সময় বিভিন্ন মণ্ডপে উপস্থিত দর্শনার্থী এবং দুস্থ পরিবারগুলির উদ্দেশ্যে মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে আনন্দ উৎসবে শরিক হওয়ার জন্য এসেছি। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সব সময় আপনাদের পাশে আছি এবং মনে রাখতে হবে হিন্দুধর্মাবলম্বী ভাই-বোনেদের সবচেয়ে আপনজন হচ্ছে বিএনপি এবং তার নেতাকর্মীরা। আমরা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ মুক্তি এবং দেশের অবরুদ্ধ গণতন্ত্রের মুক্তি চাই।
এ সময় আরও উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান দুলাল, বিএনপি নেতা আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন, মহানগর যুবদলের সহ-সভাপতি রানা মজিব, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, সহ-সভাপতি সোহেল খান বাবু মিজানুর রহমান ছাত্রদল নেতা রাসেল আহমেদ রাসেল মাহমুদ মিজানুর রহমান যুবদল নেতা মিজানুর রহমান নজরুল ইসলাম প্রমুখ।
No posts found.