৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, দুপুর ২:৫৪

বন্দর কিশোর গ্যাং ঠেকাতে মাঠে ডিবি-পুলিশ মাঠে

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রতিনিধি, বন্দরঃ  

কিশোর গ্যাং এর উৎপাত ও আইনশৃঙ্খলা রক্ষার্থে ২ দিন ধরে বন্দরে বিভিন্ন পাড়া মহল্লায় প্রতিরোধ মূলক যৌথ অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ। শনিবার ও রোববার বিকেল ৫টায় থেকে রাত ৮টা পর্যন্ত বন্দরে বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

সচেতন মহলের মতে, বন্দরে কিশোর অপরাধ প্রবনতা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন পাড়া মহল্লার উঠতি বয়সের ছেলেরা বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জরিয়ে পরছে। এ জন্য সচেতন মহল প্রথমত অভিভাবকদের দায়ী করছে। কারন তাদের সন্তানদের প্রতি কোন খেয়াল রাখছেন না তারা। এ জন্য বন্দরে খুন জখমের মত ঘটনা ঘটছে অহরহ।

বন্দর থানার অফিসার ইনর্চাজ ফখরুদ্দীন ভূইয়া জানান, বন্দরে বিভিন্ন আনাচে কানাচে কিশোর গ্যাং এর উৎপাত বেড়ে গেছে। সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সুপার মো. জায়েদুল আলম স্যারের নির্দেশক্রমে অপরাধ প্রবনতা রোধ করার জন্য বন্দরে রুপালী আবাসিক, আমিন আবাসিক, র‌্যালী আবাসিক, একরামপুর, ইস্পাহানী, নবীগঞ্জসহ এর আশে পাশের এলাকা গুলোতে গত ২ দিন ধরে প্রতিরোধ অভিযান অব্যহত রয়েছে। 

বাছাইকৃত সংবাদ

No posts found.