৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, বিকাল ৫:৫০

আড়াইহাজারে চেয়ারম্যানের মামলায় ইউপি সদস্য আটক

প্রাইমনারায়ণগঞ্জ.কম

আড়াইহাজার প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাহমুদপুর ইউনিয়ন পরিষদের  ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য কাইয়ুম (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

মঙ্গলবার ২৫ আগস্ট তাকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত সোমবার রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান , তার নামে ওয়ারেন্ট ছিলো। সেই মামলায় তাকে গ্রেফতার করে কোর্টে চালান করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমান উল্যাহ আমান বলেন, বেশ কিছু দিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাইয়ুম আমাকে বিভিন্ন কুরুচিপূর্ণ ভাষায় গালাগাল ও হুমকী-ধমকী প্রদান করেন। পরে আমি থানায় তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী করি।

বাছাইকৃত সংবাদ

No posts found.