
আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইয়াবা (ট্যাবলেট) বিক্রির প্রস্তুতির সময় শরীফ (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার দেহ তল্লাশি করে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে উপজেলার বান্টির মাইজদী এলাকার শহিদুল্লাহ ছেলে।
গতকাল সোমবার তাকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়। এর আগে গত রোববার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের বান্টি মাইজদীর নির্জন এলাকায় রাস্তার পাশে ইয়াবা বিক্রির প্রস্তুতি নিচ্ছিল ওই আসামী।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের বান্টি বাজার এলাকা থেকে তাকে আটক করে। তার বিরুদ্ধে এসআই দেলোয়ার হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
No posts found.