
আড়াইহাজার প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজারের দুই বাড়িতে লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার গোপালদী পৌর সভার সদাসদী পূর্বপাড়া ও উলুকান্দী গ্রামে ঘটনাটি ঘটেছে ।
সদাসদী গ্রামের ভুক্তভোগী মনির হোসেন জানান, রাত দুইটার দিকে আমার বাড়ির কেচি গেইট ভেঙ্গে মুখোশ ও হাফপ্যান্ট পরিহিত ২০-২৫ জনের ডাকাত দল ঘরে প্রবেশ করে।পরে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা-চোখঁ বেধেঁ আড়াই ভরি স্বার্নালংকার, ২টি ক্যামেরা ও একটি কম্পিউটারের মনিটর নিয়ে যায়।
অপরদিকে একই রাতে উপজেলার পার্শ্ববর্তী উলুকান্দী গ্রামে নকুল বনিকের বাড়িতে ডাকাতরা হানা দিয়ে ৫টি মোবাইল ও ১ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ওদিকে একইরাতে আড়াইহাজার-বিশনন্দী সড়কের চালাকচকে রাস্তায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আজাহার আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লুন্ঠিত মালামাল ও ডাকাতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
No posts found.