৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, সন্ধ্যা ৬:৩১

আড়াইহাজারে দুই বাড়িতে ডাকাত দলের হানা

প্রাইমনারায়ণগঞ্জ.কম

আড়াইহাজার প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারের দুই বাড়িতে লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার গোপালদী পৌর সভার সদাসদী পূর্বপাড়া ও উলুকান্দী গ্রামে ঘটনাটি ঘটেছে ।

সদাসদী গ্রামের ভুক্তভোগী মনির হোসেন জানান, রাত দুইটার দিকে আমার বাড়ির কেচি গেইট ভেঙ্গে মুখোশ ও হাফপ্যান্ট পরিহিত ২০-২৫ জনের ডাকাত দল ঘরে প্রবেশ করে।পরে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা-চোখঁ বেধেঁ আড়াই ভরি স্বার্নালংকার, ২টি ক্যামেরা ও একটি কম্পিউটারের মনিটর নিয়ে যায়।

অপরদিকে একই রাতে উপজেলার পার্শ্ববর্তী উলুকান্দী গ্রামে নকুল বনিকের বাড়িতে ডাকাতরা হানা দিয়ে ৫টি মোবাইল ও ১ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ওদিকে একইরাতে আড়াইহাজার-বিশনন্দী সড়কের চালাকচকে রাস্তায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আজাহার আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লুন্ঠিত মালামাল ও ডাকাতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

বাছাইকৃত সংবাদ

No posts found.