
আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির ওপর হামলার চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তাকে আটকে রেখে বেধরক মারধর করা হয়। আহত ব্যক্তি থানা শ্রমিক দলের সভাপতি। তবে ঘটনাটি জানাজানি না করতে তাকে ও তার পরিবারের সদস্যদের হামলাকারীরা এখন হুকমী-ধমকী দিয়ে যাচ্ছে।
এ ঘটনায় গত বৃহম্পতিবার রাতে তার পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে এবং অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে তিনি সাংবাদিক সম্মেলন করেছেন।এর আগে ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। স্থানীয় মোল্লারচর এলাকায় হামলার এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আনোয়ার জানান, আমি নরসিংদীর মাধবদী এলাকা থেকে ব্যক্তিগত কাজ শেষে আড়াইহাজার আসার সময় স্থানীয় মোল্লার এলাকায় তার গতিরোধ করে তার ওপর হামলা চালানো হয়। এসময় বিনাইরচর এলাকার মৃত আব্দুল রশীদের ছেলে ওসমান আলীর নেতৃত্বে আয়নল, আনোয়ার সহ অজ্ঞাত আরও ৩ থেকে ৪ জন মিলে আমার ওপর মোল্লারচর এলাকায় দেশীয় অস্ত্র ও লোহার পাইপ দিয়ে মারধর করা হয়।
তিনি আরও বলেন, সন্ত্রাসীরা আমার গলায় টিপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়। এসময় সংবদ্ধ এ চক্রটি আমার কাছে থাকা ৩০ হাজার টাকা ও আমার ব্যবহারের স্মার্ট ফোনটি ছিনিয়ে নেয়। এতেও তারা ক্ষান্ত হয়নি বিষয়টি কাউকে না জানাতে বিভিন্নভাবে আমার ও আমার পরিবারের সদস্যদের ক্ষতি করার উদ্দেশ্যে বিভিন্নভাবে হুমকী-ধমকী দিচ্ছি। এতে আমার পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতায় ভোগছি।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ওসমান আলী বলেন, আমি বা আমার কোনো লোকজন আনোয়ারের ওপর হামলা করেনি। এমনকি তাকে হুমকী দেয়নি। আমাদের বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আনোয়ার নামে এক ব্যক্তির কাছ থেকে একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, তার পরিবারের সদস্যদের নিরাপত্তার প্রয়োজন হলে পুলিশ সহযোগিতা দেবে।
No posts found.