৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, রাত ১:৩২

আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রাইমনারায়ণগঞ্জ.কম

আড়াইহাজার প্রতিনিধি:

নারায়নগঞ্জের আড়াইহাজারে ৬০ পিস ইয়াবাহ এবং ২ লিটার চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ,আড়াইহাজার পৌড়সভার কৃষ্ণপুরা গ্রামের মৃত হযরত আলীর ছেলে রফিক ওরফে টুন্ডা রফিক (৫০) গাজিপুরা গ্রামের নুরুল ইসলামের ছেলে রাসেল (৩৫) ।

সোমবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এস ্আই মুঞ্জুর রহমান সংঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে বাঘানগর আলিয়া মাদ্রসা সংলগ্ন এলাকা থেকে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার সময় তাদের দুজনকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় রফিক ওরফে টুন্ডা রফিকের কাছ থেকে ৬০ পিস ইয়াবাহ এবং রাসেলের কাছ থেকে বোতলে ভর্তি ২ লিটার চুলাই মদ উদ্ধার করা হয়।

আড়াইহাজার থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দিয়ে মঙ্গলবার তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

বাছাইকৃত সংবাদ

No posts found.