৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, রাত ২:১২

বিয়ের ৭ দিনেই নববধূর আত্মহত্যা

প্রাইমনারায়ণগঞ্জ.কম

আড়াইহাজার প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের ৭ দিন না যেতেই মুক্তা আক্তার (১৮) নামে এক নববধূ বিষপানে আত্মহত্যা করেছে। সে মাহমুদপুর ইউনিয়নের কল্যান বিলপাড় এলাকার মুক্তার হোসেনের মেয়ে এবং একই এলাকার আল-আমিনের স্ত্রী।

বৃহস্পতিবার ২২ অক্টোবর দিবাগত রাতে ওই নববধু তার বাবার বাড়িতে বিষপান করে। পরে খবর পেয়ে শুক্রুবার বেলা ১২টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।

মুক্তার পরিবার জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে যেকোন সময় সে বিষাক্ত কোনো পর্দাথ সেবন করেন। তার গোংড়ানি শোনে পরিবারের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। তাকে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করে। এক পর্যায়ে পথেই তার মৃত্যু হয়।

মৃতের মা রহিমা বেগম জানান, এক সপ্তাহ আগে একই এলাকার আল-আমিনের সঙ্গে পারিবারিকভাবে মুক্তার বিয়ে হয়। তবে বিয়ের কয়েক দিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। এরই জেরে দুইদিন আগে সে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসে। বৃহম্পতিবার দিবাগত রাতে যেকোনো সবার অজানতে সে বিষাক্ত কোনো কিছু সেবন করে। তিনি আরও বলেন, তাকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়। এক পর্যায়ে পথেই তার মুত্যু হয়।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক রিয়াদ বলেন, পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করে থাকতে পারে। মৃতের বাবা বাড়ি থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বাছাইকৃত সংবাদ

No posts found.