
আড়াইহাজার প্রতিনিধিঃ
আড়াইহাজার উপজেলার শখের গাঁও এলাকায় প্রেমিকের বিয়ের খবর পেয়ে আত্মহত্যা করেছে রেশমা আক্তার নামে এক তরুণী।
রোববার ১১ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে ঝুলন্ত অবস্থায় রেশমার লাশ উদ্ধার করে পুলিশ। সে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের শখের গাও এলাকার মৃত রফিকুলের মেয়ে।
রেশমার পরিবার জানায়, জৈনক এক যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে তার প্রেমের সম্পর্ক চলছিল। এরই মধ্যে কথিত ওই প্রেমিকের অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় অভিমান করে। শনিবার দিবাগত রাতে সে নিজের শোবার ঘরে পড়নের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে রোববার সকালে ঝুলন্ত অবস্থায় রেশমার লাশ উদ্ধার করে পুলিশ।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেয়ে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
No posts found.