
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের ফেসবুক আইডি (ক্লোন) হুবহু নকল করেছে দুর্বৃত্তরা।এরফলে তার ওই অ্যাকাউন্টের সঙ্গে তার আসল অ্যাকাউন্টের পার্থক্য সহজে ধরা যায় না। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন তিনি। এ ঘটনায় ডিসি আইনগত ব্যবস্থা নিয়েছেন বলে জানিয়েছেন।
শুক্রবার ২৪ জুলাই জেলা প্রশাসক জসিম উদ্দিন তার ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাসের মাধ্যমে ঘটনাটি নিশ্চিত করেন।
তিনি সেই সতর্ক বার্তায় উল্লেখ করেন, ‘শ্রদ্ধেয় শুভাকাঙ্ক্ষীবৃন্দ, এই আইডি হুবহু নকল করে অনেকের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে প্রতারক। মেসেঞ্জারে বিভিন্ন প্রকার কথোপকথন করছে এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে অনুরোধ করছি। আমি আইনগত ব্যবস্থা নিয়েছি, পুলিশ সুপার নারায়ণগঞ্জ,পুলিশ সুপার পাবনা, র্যাব-১১ সহ সংশ্লিষ্টদের জানিয়েছি। সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি।’

তথ্য-পরিচয় চুরি করে নতুন একটি কৌশল (স্ক্যাম) বা ‘অ্যাকাউন্ট ক্লোনিং’ ফেসবুকে ছড়ায় দুর্বৃত্তরা। অ্যাকাউন্ট তৈরির পর ব্যবহারকারীর ছদ্মবেশে বন্ধু ও পরিবারের লোকজনকে বন্ধু হওয়ার আমন্ত্রণ (ফ্রেন্ড রিকোয়েস্ট) জানায়। এমনকি ফেসবুকে চ্যাটও শুরু করে। একপর্যায়ে অর্থ চেয়ে বসে।
No posts found.