৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, দুপুর ১২:৫০

ফতুল্লায় তিন ইট ভাটাকে জরিমানা

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম নারায়ণগঞ্জ

ইটের পরিমাপে কম থাকার কারণে নারায়ণগঞ্জের ফতুল্লার তিনটি ইটভাটাকে মোট দেড় লক্ষ  টাকা জরিমানা ও আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার ২১শে ডিসেম্বর ফতুল্লার বক্তাবলী এলাকায় নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সেলিমুজ্জামান জানান, ফতুল্লা থানার বক্তাবলী এলাকায় ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়। ইটের পরিমাপে কম থাকার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৮ ধারা মোতাবেক বক্তাবলী ব্রিকসকে ৫০হাজার টাকা, মা ব্রিকস ফিল্ড ৫০হাজার টাকা ও তোহা ব্রিক ম্যানুফেকচারকে ৫০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

তিনি আরও বলেন, ইটের সঠিক পরিমাপ হবে, BDS 280: 2009 অনুযায়ী যথাক্রমে ২৪X ১১.৫ X ৭ সেন্টিমিটার এবং ইটের উপরের নাম ফলকের পরিমাপ যথাক্রমে ১৩X ৫ X ১ সেন্টিমিটার।

এসময় উপস্থিত ছিলেন জেলা বাজার কর্মকর্তার প্রতিনিধি , জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর প্রতিনিধি ও পুলিশের একটি টিম।

বাছাইকৃত সংবাদ

No posts found.