৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, রাত ১২:৫২

সিদ্ধিরগঞ্জে তিন অবৈধ করাত কলকে জরিমানা

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ও সানারপাড় এলাকার তিনটি লাইসেন্স বিহীন অবৈধ করাতকলে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

বৃহস্পতিবার ২৯শে অক্টোবর ২০২০ সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুকের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের সানারপাড় ও জালকুড়ি এলাকায় পৃথক এ আদালত পরিচালনা করা হয়। এসময় বন বিভাগের কর্মকর্তা আবু মুন্না ও পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত সদর উপজেলার জালকুড়ি এলাকার সওদাগর টিম্বার্স ও দরবার টিম্বার্স এবং সানারপাড় এলাকায় মজুমদার টিম্বার্স করাত কলে অভিযান পরিচালনা করেন। এসময় ৩টি করাত কলের মালিক করাত কল পরিচালনার জন্য কোন ধরনের বৈধ লাইসেন্স ও কাগজপত্র দেখাতে পারেননি।

এ সময় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক করাত কল (লাইসেন্স) বিধিমালা ২০১২ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে পৃথক ভাবে মামলা দায়েরের মাধ্যমে এ ৩ প্রতিষ্ঠানের মালিকদের মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

নির্বাহি ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বলেন, “করাত কল মালিকদের বৈধ লাইসেন্স ছাড়া করাত কল না চালানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে। যে সমস্ত করাত কলের লাইসেন্স নেই, তাদের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে”।

বাছাইকৃত সংবাদ

No posts found.