
নগর প্রতিবেদকঃ
ফতুল্লার পশ্চিম তল্লার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহতের পরিবার প্রধানমন্ত্রীর কাছে ৬ দাবি তুলে ধরেছেন।
সোমবার ২১শে সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসকের নিকট এ ৬ দফা দাবির স্মারকলিপি জমা দিয়েছেন তারা৷ এ সময় তারা হতাহত ৪০টি পরিবারের একটি তালিকা জেলা প্রশাসকের কাছে জমা দেন৷
জেলা প্রশাসক জসিমউদ্দিন হতাহতের পরিবারদের সহযোগীতার আশ্বাস দিয়ে বলেন, আমি ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যেক পরিবারের নাম, মোবাইল নাম্বার পাঠিয়েছি। আমরা ব্যবসায়ীদের আলোচনা করেছি হতাহতের পরিবারগুলোর জন্য কিছু করার জন্য।
তাদের ৬ দফা দাবিগুলো হলোঃ
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর উপার্জনক্ষম ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা,
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এককালীন অর্থ সহায়তা প্রদান,
স্বামীহারা নারীদের বিধবা ভাতার আওতাভুক্ত,
ক্ষতিগ্রস্ত মসজিদ পুনসংস্কার করে দ্রুত নামাজের ব্যবস্থা,
মসজিদ সংলগ্ন রাস্তা মেরামত,
সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা৷
স্মারকলিপি প্রদানের পর মসজিদের ইমামের ছেলে নাঈমুল হাসান বলেন, দূর্ঘটনার পর থেকে এ পর্যন্ত সরকার থেকে কোন সহযোগীতা পাইনি। আমাদের স্বজনহারা পরিবার এখনও প্রতিনিয়ত চোখের জল ফেলছি৷ আমাদের পরিবারের অনেকেই সামর্থ্যহীন৷আমাদের চাওয়া-পাওয়াগুলো যেন মাননীয় প্রধানমন্ত্রী সুদৃষ্টিতে দেখে সাহায্য সহযোগীতার আহবান জানাই।
No posts found.