৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, দুপুর ১:৪৪

এসপি অফিসে অগ্নি নির্বাপণ মহড়া

প্রাইমনারায়ণগঞ্জ.কম

অগ্নিকাণ্ড ও যে কোনও দুর্ঘটনা থেকে সাধারণ মানুষের যানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় পুলিশ সুপারের কার্যালয়ে অগ্নি নির্বাপণ কর্মশালা ও মহড়া ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২১ শে সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় জেলা পুলিশের আয়োজনে ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সহযোগিতায় এ কর্মশালা ও মহড়ার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুবাশ সাহা, মন্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বেলালা হোসেন, হাজীগঞ্জ স্টেশনের সিনিয়র অফিসার মোর্শেদুল ইসলাম প্রমুখ।

পরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের অগ্নি নির্বাপণ প্রদর্শন ও মহড়া অনুষ্ঠিত হয়।

বাছাইকৃত সংবাদ

No posts found.