৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, বিকাল ৫:০২

রফিউর রাব্বীর গ্রেপ্তার চায় শাহ নিজাম

প্রাইমনারায়ণগঞ্জ.কম

নারায়নগঞ্জের মেধাবী ছেলে ত্বকীর হত্যার বিচার নিয়ে তার বাবা রাজনীতি করছে। ত্বকীর বিচার আমরাও চেয়েছিলাম, সমাবেশ ও মানববন্ধনও করেছি। ত্বকীসহ সমস্ত হত্যার বিচার চাই আমরা। কিন্তু তার বাবা রফিউর রাব্বি তা না মেনে বিষয়টিকে, ওসমান পরিবারের বিরুদ্ধে মিথ্যাচারে করে যাচ্ছেন। শনিবার জালকুড়ি হাইস্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ কথা বলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম।

জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের অসহায় ও দুস্থ্য কর্মীদের মাঝে শামীম ওসমানের আর্থিক সহায়তা প্রদান করা হয় ওই অনুষ্ঠানে।

শাহ নিজাম আরও বলেন, সম্প্রতি এক অনুষ্ঠানে রফিউর রাব্বি বলেছে, ‘১৫ আগস্ট আওয়ামীলীগের সৃষ্টি‘। তার এমন কুরুচিপূর্ণ মন্তব্যে নারায়ণগঞ্জের শান্ত রাজনীতি অশান্ত হয়ে উঠতে পারে। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এটা অপরাধ, জাতির সাথে অবমাননা। আমি অবিলম্বে রফিউর রাব্বিকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

বাছাইকৃত সংবাদ

No posts found.