৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, বিকাল ৫:২১

জেলায় ৭ দিনে ৯ লাশ

প্রাইমনারায়ণগঞ্জ.কম

কারো লাশ পড়ে আছে সড়কে, কারো লাশ আবার নদীতে ভেসে উঠেছে । কেউ কেউ নিজেদের ঘরেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। গত ৭ দিনে এভাবেই নারায়ণগঞ্জে পাওয়া গেছে ৯ জনের লাশ। এর মধ্যে ২টি পানিতে ডুবে, ২টি খুন, ৪টি সড়ক দুর্ঘটনা আর একটির মৃত্যুর কারণ জানা যায়নি।

২৮ আগস্ট ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের টিবর্দী এলাকায় ট্রাকের ধাক্কায় মটর সাইকেল আরোহী অর্নমিত্র নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

২৭ আগস্ট মামার সাথে পুকুর পাড়ে গোসল করতে গিয়ে নির্খোজ হয়েছেন আড়াইহাজারের ঝাউগাড়া গ্রামের আরিফের ছেলে আরিয়ান (৫)।

২৬ আগস্ট সকাল ১০টায় সোনারগাঁয় এশিয়ান হাইওয়ে সড়কের কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী শামীম মিয়া নামের এক চিত্রশিল্পী নিহত হয়েছেন। এ ঘটনায় মারাত্বক আহত একজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

গত ২৫ আগস্ট দিবাগত রাতে খাবারে ঘুমের ট্যাবলেট মিশিয়ে দেয়া হয়। কিছু ক্ষণের মধ্যেই চলে যায় গভীর ঘুমে। এরপর সময় সুযোগ বুঝে দু’ পা চেপে ধরে ছেলে, আর দু’ হাত ধরে মেয়ে। হাতুড়ী দিয়ে মাথায় একের পর এক আঘাত করে স্ত্রী। পরে মৃত্যু নিশ্চিত করে টেনে হেচড়ে লাশ রাখা হয় বাথরুমে। এভাবেই স্ত্রী-সন্তানদের হাতে নির্মম ভাবে খুন হন প্রবাস ফেরত ফতুল্লার জামাল মিয়া।

গত ৬ বছর আগে বিয়ে হয় বন্দর উপজেলার বাদুরী এলাকা নজরুল ইসলামের মেয়ে আঁখির সাথে বিয়ে হয় শম্ভুপুরা ইউনিয়নের  মুগারচর এলাকার মফিজুলের ছেলে রুবেলের। ৩ মাস আগে পারিবারিক কলহের জের ধরে তাদের বিচ্ছেদ ঘটে। গত ২৫ আগষ্ট মোগরাপাড়া চৌরাস্তার বাড়ি মজলিশ এলাকায় মুসলেম মিয়ার বাড়িতে রুবেল এসে গলাকেটে হত্যা করা হয় আখিঁকে।

একই দিন একরামপুরের ইস্পাহানী ৩ নম্বর গলিতে দেয়াল টপকাতে গিয়ে পা ফসকে পড়ে এক কিশোরের আকষ্মিক মৃত্যু হয়।

২৪ আগস্ট দুপুর সাড়ে ১২ টার দিকে রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের কালনী এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী লিমন মিয়া (২৫) নিহত হয়েছিল।

২১ আগস্ট বাজার করতে গিয়ে রূপগঞ্জের বালু নদীতে নৌকা ডুবে নিখোঁজ হন ডেমরার কামারগোপ এলাকার নূর ইসলামের ছেলে আলী আকবর। ২২ আগস্ট বিকালে উপজেলার চনপাড়া সেতুর পাশে লাশ ভেসে উঠে।

এছাড়াও ২১ আগস্ট সন্ধ্যায় আড়াইহাজারের বিশনন্দী ইউনিয়নের টেটিয়া এলাকায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বাছাইকৃত সংবাদ

No posts found.