৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, সন্ধ্যা ৭:০০

আইন ভঙ্গ করায় আইনজীবীসহ ১৪ জনকে জরিমানা

প্রাইমনারায়ণগঞ্জ.কম

স্বাস্থ্যবিধি না মেনে আইন ভঙ্গ করায় নারায়ণগঞ্জ বারের দুই আইনজীবীসহ ১৪ জনকে চৌদ্দ’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১০ আগষ্ট) দুপুরে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় এ অর্থদন্ড করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান মারুফ এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার।

জানা যায়, মাস্ক না পড়ায় জরিমানা গুণতে হয়েছে নারায়ণগঞ্জ বারের আইনজীবী এডভোকেট আব্দুল মান্নান ও এডভোকেট সুজন প্রধানকে। একই সময়ে আরো ১২ জন পথচারীকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

ভ্রামমাণ আদালত সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি নিশ্চিতে সরকারের নির্দেশনাসমূহ বাস্তবায়নে কাজ করছে মাঠপ্রশাসন। সরকার নির্দেশিত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় জেলা প্রশাসন অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্যক্তিকে জরিমানা করেছে।

এসময় সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক না পরে ঘোরাফেরা করায় ১৪জনকে অর্থদন্ড করা হয়।

বাছাইকৃত সংবাদ

No posts found.