
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপির পিতা গোলাম কিবরিয়া গাজীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রূপগঞ্জে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সালাউদ্দিন ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা দ্বীন মোহাম্মদ দিলু, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদ, রূপগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার আলমগীর হোসেন, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোমেন মোল্লা।
দোয়া মাহফিলে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিতা গোলাম কিবরিয়া গাজীর আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ’৭৫ এর ১৫ আগস্টে সব শহীদ ও পরলোকগত বঙ্গবন্ধু পরিবারের সব সদস্যের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।
এছাড়া শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াদেজ জয়, সায়মা ওয়াজেদ পুতুলসহ শেখ পরিবার এবং গোলাম দস্তগীর গাজী, তার স্ত্রী হাসিনা গাজী, পুত্র গোলাম মর্তুজা পাপ্পা গাজীসহ গাজী পরিবারের জীবিত সকল সদস্যের জন্য দীর্ঘায়ু কামনা করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ খাঁন জয়, রূপগঞ্জ ইউনিয়ন মহিলা লীগের নেত্রী লাখি আক্তার প্রমুখ।
No posts found.