৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, সন্ধ্যা ৭:২৬

না ফেরার দেশে নায়ক সাত্তার

প্রাইমনারায়ণগঞ্জ.কম

বাংলা চলচ্চিত্রের আশির দশকের জনপ্রিয় নায়ক আবদুস সাত্তার মারা গেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২।

মঙ্গলবার (০৪ আগষ্ট) সন্ধায় ঢাকার গ্রীন সিটি হাসপাতালে শেশ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতালের আইসিইউতে নেয়ার সময় তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।

নারায়ণগঞ্জের সন্তান চিত্রনায়ক সাত্তার ২০১২, ২০১৫ ও ২০১৮ সালে তিনবার ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন। তারপর থেকে তিনি প্যারালাইজড হয়ে যান। পাশাপাশি একাধিক রোগ ভর করে তার শরীরে। গত দুই বছর ধরে সাত্তার বিছানায় পড়ে ছিলেন।

আশির দশকের এই জনপ্রিয় নায়কের উল্লেখযোগ্য ছবি হলো- ‘পাগলী’, ‘রঙিন রূপবান’, ‘রঙিন কাঞ্চনমালা’, ‘ঘর ভাঙা সংসার’, ‘রঙিন রাখালবন্ধু’, ‘রঙিন আলোমতি প্রেমকুমার’, ‘পাতাল বিজয়’, ‘রাজবধূ’, ‘রঙ্গীন সাতভাই চম্পা’, ‘ভিখারীর ছেলে’, ‘মধুমালা মদনকুমার’, ‘বেদকন্যা পঙ্খিরানী’, ‘মোহনবাঁশি’, ‘রঙিন অরুণ বরুণ কিরণ মালা’, ‘জেলের মেয়ে রোশনী’, ‘বনবাসে বেদের মেয়ে জোছনা’, ‘ভালোবাসার যুদ্ধ’, ‘ইজ্জতের লড়াই’, ‘স্বামীহারা সুন্দরী’ এবং ‘চাচ্চু আমার চাচ্চু’ ইত্যাদি। ক্যারিয়ারে ১১০ টির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি

বাছাইকৃত সংবাদ

No posts found.