৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, রাত ৮:৫৫

রূপগঞ্জে নিষিদ্ধ বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রাইমনারায়ণগঞ্জ.কম

রূপগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা মাঝিপাড়া এলাকা থেকে ৪৫ ক্যান নিষিদ্ধ বিদেশী বিয়ারসহ হাসিবুল ইসলাম(২৮) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে গোঁপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবৎ ভূলতা মাঝিপাড়া এলাকায় ফেরদৌস মিয়ার ছেলে হাসিবুল ইসলাম (২৮) গোঁপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। এমন সংবাদের ভিত্তিতে ২০ জুলাই সোমবার সকাল ৭ টার দিকে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তার বসত ঘর থেকে ৪৫ ক্যান নিষিদ্ধ বিদেশী বিয়ার উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে মাদক ব্যবসায় জড়িত বলে স্বীকার করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।

বাছাইকৃত সংবাদ

No posts found.