
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও গাজী গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেছেন, যখন নারায়ণগঞ্জকে করোনা হটস্পট ঘোষণা করা হয়েছিল তখনই আমরা বলেছিলাম নারায়ণগঞ্জবাসীর কোভিড টেষ্টের রেজাল্টই নয়, যদি তাদের চিকিৎসা সেবা লাগে, আইসিইউ সেবা লাগে, আমরা সেই সেবা দিবো। তারই ধারাবাহিকতায় আমরা আজ ৩০০ শয্যা হাসপাতালে কিছু আইসিইউ ইকুইপমেন্ট (সরঞ্জাম) দিচ্ছি, সামনে আরো দেয়ার চেষ্টা করবো। আমাদের জেলার মধ্যে দুটি পিসিআর ল্যাব আছে যা দেশের অনেক জেলায়ই নেই। যা আমাদের কাছে খুবই গৌরবের ব্যাপার।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসক মো: জসিম উদ্দিনের মাধ্যমে ৩০০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডা: গৌতম রায় এর হাতে নারায়ণগঞ্জ করোনা হাসপাতালে ভেন্টিলেটর এবং হাই ফ্লু নজল ক্যানুলাসহ আইসিইউ সরঞ্জাম সামগ্রী তুলে দেবার সময় এসব কথা বলেন তিনি।
যমুনা ব্যাংকের পরিচালক পাপ্পা গাজী আরও বলেন, আপনারা জানেন একজন আইসিইউ রোগীর সেবা নিতে হলে আগে ঢাকা যেতে হতো তাহলে অনেক সময় লাগে এবং সে সময় একজন রোগীর জন্য অনেক কষ্টদায়ক। বর্তমান আন্তর্জাতিক বাজারে আইসিইউ সরঞ্জাম বা পিসিআর ল্যাবের সরঞ্জাম পাওয়া এখন খুবই দু:সহ ব্যাপার। তারপরও আমরা আনতে সক্ষম হয়েছি। আজকে আমরা এখানে একটা ভেন্টিলেটর এবং হাই ফ্লু নজল ক্যানুলা যা বর্তমানে কোভিড-১৯ এ আক্রান্ত একজন আইসিইউ রোগীর জন্য অনেক গুরুত্বপূর্ণ, এগুলো উপহার দেয়ার জন্য আজ আমরা এখানে এসেছি।
তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী আমাদের নারায়ণগঞ্জবাসীকে অনেক স্নেহ করেন। আমরা নারায়ণগঞ্জবাসী প্রথম প্রাইভেট পিসিআর ল্যাব স্থাপন করতে সক্ষম হয়েছি। যার মাধ্যমে নারায়ণগঞ্জবাসী খুব দ্রুত করোনার রেজাল্ট পেয়েছি।
ভেন্টিলেটর এবং হাই ফ্লু নজল ক্যানুলা উপহার প্রদানের এ অনুষ্ঠানে দৈনিক সংবাদচর্চা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুন্না খানের সঞ্চালনায় এ সময়ে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, ৩০০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডা: গৌতম রায়, ডা: সামসুদ্দোহা সঞ্জয়, পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) একান্ত সচিব এমদাদুল হক, রূপগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম প্রমুখ।
No posts found.