৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, সকাল ৯:৫২

রাজধানীতে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম নারায়ণগঞ্জঃ

রাজধানীতে সড়ক দূর্ঘটনায় বন্দর সরকারি কদমরসূল ডিগ্রি কলেজের আকাশ চন্দ্র দাস(২১) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার ২৭শে ফেব্রুয়ারি রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর মিরপুর-১০ এলাকার একটি সড়কে মটরবাইক থেকে পড়ে ট্রাকচাপায় সে নিহত হয়। নিহত আকাশ বন্দর এনায়েতনগর ঋষিপাড়া এলাকার সোন কুমার দাসের ছেলে।

সুত্রমতে, নিহত আকাশ পড়াশুনার পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনের কাজ করত।  সে সুবাদে তিনি শনিবার সকালে কাজের  উদ্দেশ্যে রাজধানীতে যায়। কাজ শেষে তিনি পাঠাও সার্ভিসে করে বাড়ি ফেরার পথে মিরপুর-১০ এলাকার একটি রাস্তায় পাঠাও’র মোটরসাইকেল থেকে পড়ে যায়। ওই সময় পশ্চাৎ পথ থেকে আসা একটি মালবাহী ট্রাক তার ডান পায়ের উপর দিয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হাসপাতালে নেয়ার পথেই তিনি মৃত্যুবরণ করেন। এবিষয় মিরপুর থানায় একটি অপমৃত্যু মামলার খবর পাওয়া গেছে।

লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করলে মঙ্গলবার বিকেলে  বন্দরের চিতাশাল এলাকায় নিহতকে দাহ করা হয়। 

বাছাইকৃত সংবাদ

No posts found.