৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, সকাল ১০:২১

মোস্তফা কামালকে সংবর্ধনা

প্রাইমনারায়ণগঞ্জ.কম

ফতুল্লা থানা আওয়ামীলীগের নব-নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় মো. মোস্তফা কামালকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) বিকেলে পূর্ব শিয়াচর লালখাঁ যুব সংঘ পাঠাগারের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।

এর আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহ নিজাম বলেন, সমাজের সকলে সহযোগীতা করলেই উন্নয়ন সম্ভব, পরিবর্তন সম্ভব। কেউ যদি মীর সোহেলের নাম, আমার নাম বিক্রি করে বলে তারা বড় মাস্তান। তাহলে তাদের বলবো আমাদের চেয়ে বড় মাস্তান কেউ নাই। আমরা ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ।

প্রধান বক্তার বক্তব্যে মীর সোহেল বলেন, রাজনীতিতে সন্ত্রাস, মাদকসেবী, চাঁদাবাজ, ভুমিদস্যু সহ সকল অপরাধীকে আমরা বর্জন করবো। এই এলাকায় কোনো অপরাধ বা অপরাধী থাকবে না। মোস্তফা কাকার (মোস্তফা কামাল) নেতৃত্বে এগুলোর অবসান হবে। আমরা শামীম ওসমানের নেতৃত্বে রাজনীতি করি, আমরা চাইনা এলাকায় কোনো মাদক ব্যবসায়ী বা কোনো অপরাধী থাকুক।

সভাপতির বক্তব্যে মোস্তফা কামাল বলেন, প্রথমে কৃতজ্ঞতা জানাই বিশ^ মানবতার মা জননেত্রী শেখ হাসিনা, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য জননেতা একেএম শামীম ওসমান, থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামের প্রতি।

তিনি আক্ষেপ করে বলেন, সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা সমাজের গর্ব, অহংকার, সমাজের বিবেক। আপনারা আমার ভাই-বন্ধু। আপনাদের বিবেক আছে, বিবেককে জাগ্রত করুন। মাদক নিয়ে, সমাজের উশৃঙ্খলাতা নিয়ে, সন্ত্রাস নিয়ে লিখেন। আপনারা অবশ্যই ভালোকে ভালো লিখবেন, খারাপকে খারাপ লিখবেন। কিন্তু উদ্দেশ্যপ্রনোদিতভাবে কারে বিরুদ্ধে তথ্য দিয়ে, মিথ্যা অপপ্রচার বা মিথ্যা লিখবেন না। যদি করেন তাহলে মহান আল্লাহ কিন্তু অবশ্যই আপনাদের বিচার করবে।

অনলাইনগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটালাইজেশন কাজকে তরান্বিত করছে। ডিজিটাল গতিতে মিডিয়া এগিয়ে যাচ্ছে, শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের যে সুফল তা আপনারা খারাপ কাজে ব্যবহার না করে ভালো কাজে ব্যবহার করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও থানা আওয়ামীলীগের সদস্য জসিম উদ্দিন, সদস্য মজিবুর রহমান প্রমুখ।

বাছাইকৃত সংবাদ

No posts found.