
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ডের শ্রী শ্রী সত্যনারায়ণ জিউর মন্দির পুনঃসংস্কারের পর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এ মন্দিরের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন।

জেলা পরিষদের চেয়ারম্যান হতে পারেন সবাই সে দোয়া করবেন।
এই মন্দিরের সভাপতি নিদেশ রঞ্জন সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, সাবেক ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা, জেলা আওয়ামীলীগের সদস্য মো. শামসুজ্জামান ভাষানী, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ মহানগরের সভাপতি লিটন চন্দ্র পাল, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসাইন, সুবাষ চন্দ্র পাল, মন্দিরের সহ-সভাপতি বেনু হালদার, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরফুদ্দিন রবি, খেলাঘর আসরের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।
এর আগে শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।
No posts found.