৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, সকাল ১১:০৮

যোগ দিলেন নতুন ডিসি মোস্তাইন বিল্লাহ

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ জেলার নব নিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ বিপ্লব দায়িত্ব গ্রহণ করেছেন।

সোমবার ৪ঠা জানুয়ারি সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বিদায়ী জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে সদ্য বিদায়ী ডিসি মো. জসিম উদ্দিনকে সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় দেয়া হয়। এসময় প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়৷

পরে বেলা সোয়া ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে নতুন কর্মস্থলের উদ্দেশ্যে রওয়ানা হন সদ্য সাবেক জেলা প্রসাশক জসিম উদ্দিন৷ এসময় বার বার তার প্রিয় কর্মস্থলে ফিরে তাকাচ্ছিলেন।

এদিকে জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট মুস্তাইন বিল্লাহ ২১তম বিসিএস কর্মকর্তা। তিনি মাগুরা জেলার শ্রীপুরের বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলীর ছেলে।

২০১৯ সালের ২৩শে জুন বরগুনায় জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন তিনি। বরগুনার জেলা প্রশাসক হওয়ার আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপপরিচালক ছিলেন।

অন্যদিকে সদ্য বদলী হওয়া ডিসি জসিম উদ্দিন ২০তম বিসিএস কর্মকর্তা। ২০১৯ সালের ২৪ জুন থেকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে মো. জসিম উদ্দিন দায়িত্ব পালন করে আসছিলেন। গেল ১৭শে ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসনের মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রক্ষাপনে অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব পদে তাকে নিযুক্ত করা হয়েছে।

বাছাইকৃত সংবাদ

No posts found.