
প্রাইম নারায়ণগঞ্জ:
মহামারী করোনাকালের বিপর্যয়ে দীর্ঘদিন আটকে থাকার পর ধীরগতিতে চলছে নারায়ণগঞ্জের রাজনীতি আর অর্থনীতির চাকা। ভেঙ্গে দেয়া জেলা বিএনপির নতুন কমিটি না হওয়ায় এবং বহু সংকট সীমাবদ্ধতায় খুড়িয়ে খুড়িয়ে চলছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম।
তবে, দীর্ঘ ১০ মাস পর নতুন বছরের উপহার হিসাবে শীঘ্রই আসছে নতুন কমিটি এমনটিই মনে করে দলটির তৃণমূলের নেতাকর্মীরা। সংগঠনের একটি নির্ভরযোগ্য সুত্র জানায় চলতি মাসেই এড. তৈমুর আলম খন্দকার ও অধ্যাপক মামনু মাহমুদের নেতৃত্বে জেলা বিএনপির কমিটি ইতিমধ্যেই চুড়ান্ত করা হয়েছে। যা নতুন বছরের প্রথম সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হতে পারে বলে দাবী সুত্রটির।
দলীয় সুত্রে জানা যায়, দলীয় সুত্রে জানা যায়, কাজী মনিরুজ্জামান মনিরকে সভাপতি ও অধ্যাপক মামুন মাহমুদকে সাধারণ সম্পাদক করে ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্র। এর দু বছর পর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। দুই বছর মেয়াদী জেলা বিএনপির এই কমিটিকে গত বছরের ২১ শে ফেব্রুয়ারী বিলুপ্ত করা হয়। পরে মহামারী করোনা ভাইরাসের কারণে থমকে যায় মাঠের রাজনীতি। কেন্দ্রীয়ভাবে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের সকল জেলা ও মহানগর শাখার কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছিলো। পরবর্তীতে কার্যক্রম ধীরে ধীরে চালু হলেও কমিটি ঘোষণা করা সম্ভব হয়নি।
এদিকে, প্রায় কমিটি বিলুপ্ত ঘোষণা করার পর ১০ মাস পেরিয়ে গেলেও নতুন কমিটি ঘোষণা না করায় হতাশায় ভুগছে তৃণমূলের নেতাকর্মীরা। নির্দিষ্ট কোনো নেতা না থাকায় কার অধীনে দলীয় কার্যক্রম পরিচালিত হবে তা নিয়েও সংশয়ে দিন কাটাচ্ছে তারা। এ অবস্থায় শীঘ্রই কমিটি ঘোষণা করা হবে এমন খবরে নড়ে চড়ে বসেছে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা।
বিএনপির কেন্দ্রীয় একটি সুত্র জানায়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি এখন চূড়ান্ত। অপেক্ষা শুধু ঘোষণা করার। যেকোনো সময় এ কমিটি ঘোষণা করা হতে পারে। নতুন কমিটিতে দুঃসময়ে দলের পাশে থাকা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে বলেও জানায় সুত্রটি।
সুত্রটি আরও জানায়, দলের সর্বস্তরের নেতাকর্মীরা সাদরে গ্রহণ করবে এমন ব্যক্তিদেরই এ আহবায়ক কমিটিতে রাখা হয়েছে। এছাড়া এ কমিটি ঘোষণার পরবর্তী তিন মাসের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে বলেও জানা যায়।
এদিকে নাম প্রকাশ না করে সংগঠনের দায়িত্বশীল একজন নেতা প্রাইম নারায়ণগঞ্জকে জানান, নতুন কমিটিতে জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির লোকদেরই বেশী প্রাধান্য দেয়া হতে পারে। এছাড়া যারা ত্যাগী ও দলের জন্য নিবেদিত প্রাণ তাদেরকেও রাখা হবে এ কমিটিতে।
নতুন কমিটির বিষয়ে জানতে চাইলে সদ্য বিলুপ্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ প্রাইম নারায়ণগঞ্জকে বলেন, ‘দলের নেতাকর্মীরা সবাই নতুন কমিটির জন্য উৎসুক হয়ে আছেন। আমরা আশা করি কেন্দ্র নতুন বছরের উপহার হিসাবে শীঘ্রই নতুন কমিটি উপহার দিবে।
No posts found.