
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল মোড়ে গ্যাসের রাইজারে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে অল্পের জন্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেল মার্কেট ও দোকানপাট।
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে হাজী এ রহামন সুপার মার্কেটের সামনের সিঁড়ির পাশে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ডেমড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রন করেন।
জানা গেছে, এ রহমান সুপার মার্কেটে পোশাক কারখানার জন্য গ্যাস সংযোগ দেয়া হয়। কারখানাটি বন্ধ হয়ে যাওয়ার পর গ্যাসের রাইজারটি পরিত্যক্ত হয়ে পড়ে। কোন রক্ষনাবেক্ষণ না থাকায় রাইজারটি নষ্ট হয়ে লিক হয়ে যায়।
ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওসমান গণি জানান, রাইজারটি দীর্ঘদিন ধরে অবহেলিত থাকায় ঝং ধরে নষ্ট হয়ে যাওয়া গ্যাসের চাপে লিক হয়ে পড়েছে। তাই হয়ত কোন পথচারী সিগারেট খেয়ে এখানে ফেলায় আগুন ধরেছে বলে প্রাথমকি ধারনা করা হচ্ছে। তবে আগুনে কোন ক্ষয়ক্ষতি হয়নি।
No posts found.