৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, দুপুর ১২:৪৬

আমার কোনো সন্ত্রাসী বাহিনী নেই – উজ্জল

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল বলেছেন, আপনারা সকলেই জানেন, আমার কোনো সন্ত্রাসী বাহিনী নেই। আমার আছে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমরা যারা মহানগর যুবলীগ করি, আমরা যারা আওয়ামীলীগ করি আমরা কিন্তু সন্ত্রাসী বাহিনী পালিনা। নারায়ণগঞ্জের প্রশাসন জানে কারা সন্ত্রাসী করে। যে সন্ত্রাসী মেয়রকে খুন করার জন্য পিস্তল নিয়ে এসেছিলো। আমাদের মহানগর যুবলীগের নেতারা, সাংবাদিক ভাইদেরসহ সাধারণ মানুষকে কিভাবে মেরেছে আপনারা মিডিয়ার ভাইরা আছেন, আপনারা তো জানেন কারা এই সন্ত্রাসী।

মেয়র আইভীর উপর হামলাকারী, সন্ত্রাসী নিয়াজুলের দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ববর্তী প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের উদ্যোগে ২নং রেল গেটস্থ আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমন্বয়ে বিশালাকার এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ২নং রেল গেট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উজ্জল বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর যে স্বপ্নের সোনার বাংলা তিলে তিলে গড়ে উঠছে, সেই শেখ হাসিনার ভাবমূর্তিকে নষ্ট করার জন্য একজন নামধারী সন্ত্রাসীরা পিস্তল নিয়ে মেয়রকে হত্যা করার জন্য সেদিন রাজপথে এসেছিলো। সেদিন বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শের সৈনিকেরা আপনারা নিজেদের জীবন বাজি রেখে সেদিন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে রক্ষা করেছেন। আমাদের দোষ কি ছিলো? আমরা তো বঙ্গবন্ধুর কথা বলি, আমরা জননেত্রী শেখ হাসিনার কথা বলি, আমরা মেহনতি মানুষের কথা বলি, কেন আমাদের উপর হামলা করবে, কেন আমাদের বিরুদ্ধে মামলা করবে? আমরা তো ঝুট সন্ত্রাসী করি না, আমরা তো খুনি না, আমরা তো টেন্ডারবাজি করি না। তাহলে কেন আমাদের উপর, আমাদের নেতা-কর্মীদের উপর বারবার হামলা-মামলা করা হবে?

উজ্জল আরও বলেন, আমরা যখনি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা বলি তখনই একটা শ্রেণী, গডফাদার নারায়ণগঞ্জকে অশান্ত করার জন্য আমাদের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে মামলা দিয়ে কোণঠাসা করতে চায়। আমি বলতে চাই, এ সমস্ত মামলা-হামলা দিয়ে বঙ্গবন্ধুর সৈনিককে, আইভীর সৈনিককে দাবিয়ে রাখা যাবে না। এর আগেও আমাকে মিথ্যা মামলা দিয়ে ১ মাস ১৪ দিন জেল খাটিয়েছে।

নগর যুবলীগের সহ-সভাপতি কামরুল হুদা বাবুর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সদস্য ফয়জুল ইসলাম রুবেল, ১৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কাইয়ুম, ১৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মামুন সহ মহানগর যুবলীগের সর্বস্তরের নেতৃবৃন্দরা।

বাছাইকৃত সংবাদ

No posts found.