
প্রাইম নারায়ণগঞ্জ:
জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেছেন, নারায়ণগঞ্জ খেলোয়াড় তৈরির সূতিকাগার, সেটা যেন চলমান থাকে। আমাদের এই দেশকে গঠন করতে হবে। দেশকে গঠন করার জন্যে নিজেদের ফিটনেস দরকার। ফিটনেস বলতে শুধু শরীরকে ফিট রাখা না, ফিটনেস মানে মন দিয়ে তৈরি।
সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
(১৯ ডিসেম্বর) শনিবার সকালে এ লীগের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন।
এসময় জেলা প্রশাসক আরো বলেন, এবার করোনায় যাদের মনের শক্তির পাশাপাশি ফিজিক্যাল ফিটনেস ভালো ছিলো, তাদের বেশিরভাগ জয়ী হয়েছে। যারা খেলার মধ্যে ছিলো এবং যাদের মনে আনন্দ ও সামাজিক সম্পর্ক ছিলো তাদেরকে কিন্তু আমরা কম হারিয়েছি।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংস্থার সহ সভাপতি ফারুক বিন ইউসুফ পাপ্পু, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন মোল্লা, সদস্য মাকসুদ উল আলম, জাহাঙ্গীর আলম, মো. আসলাম, মাহবুবুল হক উজ্জল, সিরাজুল ইসলাম, মাহমুদা শরীফ, ফিরোজ মাহমুদ সামা, ডা.রাকিবুল ইসলাম শ্যামল, জাকির হোসেন শাহিন, আতাউর রহমান মিলন, মাহবুব হোসেন বিজন, গৌতম কুমার সাহা প্রমুখ। এ টুর্নামেন্টে অংশগ্রহণ নিচ্ছে ৯টি দল।
No posts found.