৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, দুপুর ১:১০

প্রধানমন্ত্রীর কারণে করোনা আক্রান্ত কমঃ আব্দুল হাই

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেছেন, প্রধানমন্ত্রীর কারণে অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশে করোনা আক্রান্ত কম। তার নেতৃত্বে আজকে উন্নয়নের মহাসড়কে। আমরা কয়েক বছরের মধ্যে বিশ্বের উন্নত কাতারে গিয়ে দাড়াবো।

শুক্রবার বিকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, ১৯৭১ সালে ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণে অনুপ্রাণিত হয়ে বাঙালিরা যুদ্ধে ঝাপিয়ে পরেছিলো। ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার পর ভুটান ও ভারত ছাড়া কোন দেশ স্বীকৃতি দেয় নাই। পরে ৫ই জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরবার পরে ভঙ্গুর দেশের হাল ধরেছিলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছিলেন। এবং ওই সময়ের প্রায় ১৫০ দেশের স্বীকৃতি তিনি এনে দিয়েছিলেন। অনেকেই বলে ওনি কিছুই নাকি করে দিতে পারে নি। তিনি ওয়াইসির সদস্য করে দিয়ে গেছেন । তিনি জাতিসংঘের সদস্য করে দিয়েছেন। ওই বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ স্ভায় পৃথিবীর প্রথম বাংলায় বক্তব্য দিয়েছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দনশীল, জেলা সহসভাপতি মিজানুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর চৌধুরী বিরু, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল,সাবেক সংরক্ষিত নারী সাংসদ হোসনে আরা বাবলী, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন প্রমুখ।

বাছাইকৃত সংবাদ

No posts found.