৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, দুপুর ১:১৫

শিমরাইলে পরিবহণ চাঁদাবাজ আটক

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম নারায়ণগঞ্জঃ

সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় চাঁদা আদায়ের সময় জুয়েল রহমান নামে এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। এ সময় চাঁদাবাজির নগদ ২ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার ১৮ই ডিসেম্বর দুপুরে শিমরাইলের হাজী ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্সের ডাচ বাংলা ব্যাংকের সামনে লেগুনা থামিয়ে চাঁদা আদায়ের সময় তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

র‍্যাব জানায়, সড়কে চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাব ও পুলিশের ধারাবাহিক অভিযানের ফলে চিটাগাংরোডে দীর্ঘদিন চাঁদাবাজি বন্ধ থাকলেও সম্প্রতি একটি চাঁদাবাজ চক্র চিটাগাংরোড হতে যাত্রাবাড়ীগামী লেগুনা হতে চাঁদাবাজি শুরু করে। চক্রটি চালক ও হেলপারদের ভয়ভীতি দেখিয়ে লেগুনা প্রতি ১৮০/- টাকা আদায় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীর বরাত দিয়ে র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে মোঃ রাশেদের নেতৃত্বে তারা পরস্পর যোগসাজশে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় চলাচলরত লেগুনা থেকে চাঁদা আদায় করে আসছে।  চাঁদাবাজি বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।  গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাছাইকৃত সংবাদ

No posts found.