১০ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, রাত ১২:১২

করোনায় বন্ধ না.গঞ্জে ট্রেন

প্রাইমনারায়ণগঞ্জ.কম

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঢাকা নারায়ণগঞ্জ রেল পথে ট্রেন চলাচল করবে না। ট্রেনের যাত্রীদের ঝুঁকি মুক্ত রাখতে ও করোনা সংক্রমন রোধে রেলওয়ে এই সিদান্ত এখনো বহাল রেখেছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ রেল স্টেশন মাষ্টার গোলাম মোস্তফা।   

জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় ঢাকার পার্শ্ববর্তী জেলা হওয়ায় নারায়ণগঞ্জকে ‘সম্পূর্ণ লকডাউন’ ঘোষণা করা করেছিলো আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এর পর থেকে গত ২ মাস ধরে বন্ধ রয়েছে নারায়ণগঞ্জের ট্রেন। ৮ এপ্রিল থেকে এখনো পর্যন্ত বন্ধ ঢাকা নারায়ণগঞ্জের ট্রেন।

নারায়ণগঞ্জ রেল স্টেশন মাষ্টার গোলাম মোস্তফা বলছেন, নারায়ণগঞ্জের সাথে ট্রেনের মাধ্যমে ঢাকা যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে করোনার জন্য। যে পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না  হয় সে পর্যন্ত ঢাকা নারায়ণগঞ্জ রেল পথে ট্রেন চলাচল করবে না। এমন সিদান্ত রেলওয়ে কর্তৃপক্ষের। তিনি আরও বলেন, ট্রেন চলাচলরত অবস্থায় যাত্রীরা অনেক কাছাকাছি অবস্থান করে থাকে এক জন্য করোনাভাইরাসের ঝুঁকি অনেক। করোনার সংক্রমন রোধে রেলওয়ে এই পধে ট্রেন চলাচল বন্ধ রেখেছে। যদি পরিস্থিতি ভালো হয় তাহলে ট্রেন চলাচল শুরু হবে বলে জানান তিনি।   

এদিকে রিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ গণ পরিবহনের স্বাস্থ্য বিধি মেনে চলাচল করতে বলা হলেও মানছে বেশির ভাগ যাত্রী। আরোহীরা সামাজিক নিরাপত্তা ও দূরত্ব বজায় না রেখেই চলাচল করছে।

সচেতন মহল বলছেন, নারায়ণগঞ্জে ট্রেন চলাচল বন্ধ রাখায় করোনার সংক্রমন কিছু টা হলোও কম রয়েছে। যদি ট্রেন চলাচল করতো তাহলে সংক্রমন আরো বৃদ্ধি পেতো। প্রশানের উচিৎ কঠোর অবস্থান নির্ণয় করা নয়তো নারায়ণগঞ্জ শহর থেকে করোনা শেষ করা যাবে না।

আরও পড়ুন: ,

বাছাইকৃত সংবাদ

No posts found.