
প্রাইম নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেছেন, করোনার টিকা না আসা পর্যন্ত মাস্কই আমাদের টিকা। সবাইকে মাস্ক পড়তে হবে। পাশাপাশি জনসমাগম হয় এমন সব স্থান এড়িয়ে চলতে হবে, কেননা জনসমাগম বা ভীড় হয় এমন সব স্থানেই করোনার ঝুঁকি বেশি থাকে।
গতকাল রোববার দুপুরে নগরীর মেট্রোহল মোড়ে বিজয় দিবস উপলক্ষে নাসিক ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেমের উদ্যোগে পাঁচ হাজার জাতীয় পতাকা প্রতীকের মাস্ক বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন , নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায়, নাসিক ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম, বীর মুক্তিযোদ্ধা নূর আলম, মহব্বত হাসেম প্রমুখ।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজ আহম্মেদ বলেন, ‘যার যার মাস্ক যেন যথাযথ ভাবে পরি। সবার যেন অবশ্যই মাস্ক মুখে ও নাকের ওপরে থাকে। মাস্ক কিন্তু নাক ও মুখ রক্ষার জন্যই। ’
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম বলেন, করোনার দ্বিতীয় ওয়েবকে সামনে রেখে নাসিক ১২নং ওয়ার্ডে ৫ হাজার মাস্ক বিতরণ করা হবে। আজ জাতীয় পতাকা সম্বলিত প্রতীকী ১ হাজার মাস্ক বিতরণ করা হলো।
No posts found.