৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, দুপুর ১:৩১

মায়ের সাথে অভিমানে শিশুর আত্মহত্যা

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম নারায়ণগঞ্জঃ

রূপগঞ্জে মায়ের সাথে অভিমান করে ১০ বছরের এক শিশুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত শিশু বিল্লাল হোসাইন তারাব পৌরসভার মৈকুলি এলাকার আবু তাহেরের বাড়ির ভাড়াটিয়া ইউসুফ মিয়ার ছেলে। তাদের গ্রামের বাড়ি নীলফামারী জেলার সদর উপজেলায়।

গত শনিবার সন্ধ্যায় রূপগঞ্জের তারাব পৌরসভার মৈকুলি এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, নিহত বিল্লাল হোসাইন স্থানীয় একটি মাদ্রাসার পড়াশুনা করতো।  কয়েকদিন দিন ধরে মাদ্রাসায় না যাওয়ার কারণে তার মা ওই শিশুকে ঘরের ভেতর রেখে তালা ঝুলিয়ে কাজে চলে যায়।

শনিবার বিকেলে ফিরে ঘরের দরজা খুলতে গিয়ে  দেখেন ভেতর থেকে আটকানো ।  অনেকক্ষণ  বাহির থেকে মা ডাকলে দরজা না খোলায় সন্দেহ হলে জানালা দিয়ে উঁকি দিয়ে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে লাশটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

বাছাইকৃত সংবাদ

No posts found.