
প্রাইম নারায়ণগঞ্জ:
আড়াইহাজারে মেসার্স রোহান মটর্স নামে একটি প্রতিষ্ঠানের প্রায় ৭ লাখ টাকার বিভিন্ন মূল্যবান মালামাল লুট করা হয়েছে।
সোমবার ভোরের দিকে উপজেলার স্থানীয় কৃঞ্চপুরা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানের মালিকপক্ষ শফিকুল ইসলামের দাবী তার প্রতিষ্ঠানের তালা ভেঙে প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।
এ ঘটনায় এলাকার নৈশ প্রহরীকে সন্দেহ করছে মালিক পক্ষ। প্রতিষ্ঠানের মালিক শফিকুল ইসলাম জানান, প্রতিষ্ঠানের সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা গেছে, সাঁটারের তালা কেঁটে একদল দুস্কৃতিকারী একটি পিকআপভ্যানে করে অটো রিকশার ৩৬ সেট ব্যাটারি লুট করে নিয়ে গেছে দুস্কৃতিকারীরা। যাহার মূল্য প্রায় ৭ লাখ টাকা। তবে দৃস্কুতিকারীদের শনাক্ত করা যায় নি।
এলাকার ব্যবসায়ীরা জানান, এর আগেও একই এলাকার ব্যবসায়ী মতিনের মোবাইল দোকান, সুমনের ব্যাটারি দোকান, রনির বিকশের দোকান, ইকবাল দোকান ও দুলালের গ্যাস সিলিন্ডারের দোকান থেকে একই কায়দায় লুটের ঘটনা ঘটেছিল। আড়াইহাজার থানার ওসি তদন্ত শওকত হোসেন বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
No posts found.