৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, দুপুর ১:৫৬

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রতিবাদ

প্রাইমনারায়ণগঞ্জ.কম

কূষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি।

সোমবার ৭ই ডিসেম্বর দুপুরে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা , জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি এড. মাসুদুর রউফ, জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি এড. শামসুল ইসলাম ভূঁইয়া, জেলা আইনজীবী সমিতির সাবেকসভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল , এড. সেলিনা ইয়াসমিন, এড. কামরুল আহসান কামরুল প্রমূখ।

সমাবেশে আওয়ামীলীগ জাতীয় পরিষদের সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আনিসুর রহমান দিপু বলেছেন, তারা যদি বাড়াবাড়ি করে বাংলার মানুষ তাদের বিরুদ্ধে দূর্বার প্রতিরোধ গড়ে তুলবে। ১৯৭১ সালের মত ওই কাঠমোল্লাদের পরাজিত করে তাদের ওই সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ভাষ্কর্যের পায়ের তলে নিয়ে আমরা বিচার করবো।

তিনি বলেন, যখন দেখা যায় আমার বাচ্চা বাচ্চা শিশুরা আপনাদের দ্বারা যৌন নিপীড়নের শিকার হচ্ছে। তখনতো আপনাদের কাছ থেকে কোন প্রতিবাদ আসে না। এই কাঠমোল্লাদের কাছ থেকে কোনরকম ফতুয়া আসে না। এই ফতুয়াবাজরা ভিন্ন উদ্দেশ্যে, ভিন্ন কারণে আমাদের স্বাধীনতা, মুক্তিযোদ্ধা , ইতিহাস, জাতীয় পতাকা ও আমাদের জাতীয় সংগীত তারা বিতর্কিত করতে চায়। এই বিষয়গুলিকে আজকে প্রশ্নবিদ্ধ করতে চায়। আমরা চাই তারা আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

দিপু বলেন, এ বিজয়ের মাসে ৭১’এর পরাজিত শক্তি কাঠমোল্লারা আমার মা-বোনদের ইজ্জত লুটে নিয়েছিল ও আমাদের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল। তখন তারা ফতুয়া দিয়েছিল, মা-বোনের ইজ্জত লুটা নাকি জায়েজ। চাঁদে যেসকল মানুষ যায় তারা কাফের। আবার ফতুয়া দিয়েছে ছবি তোলা হারাম। কিন্তু আজকে তারা কথায় কথায় ছবি তোলে। কথায় কথায় মিডিয়া কনফারেন্স করে তারা আলোচনায় আসতে চায়।

বাছাইকৃত সংবাদ

No posts found.