
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ । তার বয়স আনুমানিক ৪৩ বছর হবে বলে ধারণা করছে পুলিশ।
বৃহস্পতিবার ৩রা ডিসেম্বর বেলা ১১ টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশটির চেহারা কুপিয়ে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মশিউর রহমান জানান, রাতে কোনও এক সময় অজ্ঞাত নামা দুর্বৃত্তরা ঐ অজ্ঞাত ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করেছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।
No posts found.